বিনিময়
একদিনের জন্য ও ভালোবাসো নি আমায় জেনেও... আজও তোমার মুখাপেক্ষী আমি ।
কেনো জানো ? এ যে মনের তারের সংযোগ ,,
হঠাৎ করেই জুড়ে যায় অগোচরে ।
তুমি আমায় ভালোবাসো নি বলে আমিও তোমায় বাসবো না.. এতো ব্যবসা !
তুমি দিলে আমি দেবো , না দিলে আমি ও দেবো না , ,ভালোবাসায় লেনদেন হয় না ।আমি করি না ,
তুমি ব্যবসা করবে ?? তাহলে মিথ্যেবাদী হতে হবে কিন্তু নইলে আমার মতোই হতে হবে নিঃস্ব ।
সর্বত্র সমাধিস্তম্ভ মাঝে ঠোক্কর খেতে খেতে ...কখন
যে স্মৃতিচিহ্নগুলো বিরাট নাসুর আকার নেবে ..
বুঝতেই পারবে না ।
স্বার্থান্বেষী সমাজে একটুকরো নিখাদ ভালোবাসার কোনো মূল্য নেই ।তার থেকে লাভজনক প্রতিষ্ঠান খোঁজো । ভালো থাকবে ।
সৌহার্দ্য বজায়ে হাত বাড়িয়ে ছিলেম আমি ,
শীতল জলটুপ আঙ্গিনায় রূপছায়ার কলকা ।বেগুনি রং এর শাড়িতে সোনা রঙের লহর ,কথার বিনুনিতে
তাই আজ ও আমি সর্বহারা ।
No comments:
Post a Comment