Sunday, October 17, 2021

কবি অভিজিৎ দত্ত -এর একটি কবিতা

 মহালয়া




কতদিন পরে মা আসছে

মর্ত্যে বাপের ঘরে 

অধীর আগ্রহে মর্ত্যের মানুষ

সবাই এরজন্য অপেক্ষা করে।


মায়ের আগমনে চারিদিকে 

বাজছে খুশির সুর 

প্রকৃতি সেজে উঠেছে 

অপরূপ সাজে কী সুন্দর।

আগমনীর আগমনে , দেবীপক্ষের 

সূচনা হয় এইদিনে।


মহালয়ার এই বিশেষ দিনে

পিতৃপুরুষের সন্তুষ্টি বিধানে

মানুষ ,পুরোহিতের কাছে

বিধিসম্মত তর্পণ করে নিয়ম মেনে।


অশুভ শক্তির বিনাশ

শুভশক্তির জয় এই হল

মহালয়ার আসল বিষয়।

মহালয়ার এই বিশেষ দিনে

বধ হয়েছিল মহিষাসুর

দেবী দুর্গার পরাক্রমে ।

তাই মহালয়ার এই বিশেষ দিনে

দেবী দুর্গা প্রেরণা হয়ে উঠুক

সমস্ত নারীদের মনে।

No comments: