Sunday, January 9, 2022

কবিতা || বাধ্যতা || আবদুস সালাম

 বাধ্যতা




তরুণ ঘাসেরা স্নান সেরে নিলে কথোপকথনের শুরু

অপেক্ষার প্রান্তরে বুড়ি ছোঁয়াছুঁয়ি খেলা ঢেউ এ ঢেউ এ বাধ্যতার রঙ্গমঞ্চ


রান্নাঘরের ফুসফুসে অনুভবহীন নাব্যতা

পিরিতির ফাগে মোহময় উষ্ণ সোহাগ চিকন গালের টোলে নিঃস্বতা লুকানো


ভালোবাসার দীঘল ক্ষণে জমে উত্তুরে হাওয়ার রুক্ষঘুম

আকাশ-পাতাল ভেবে ভেবে সুখ-দুঃখের এলোমেলো সংলাপ

বিশ্বাসের অলিন্দে উঁকি মারে ঔপনিবেশিক কুয়াশা


আলোর সীমানা জুড়ে ডানা ঝাপটায় জোয়ারের শান্ত উচ্চারণ

সুগন্ধি বাতাসে নিচে উঠে ময়ূরী

নতুন জলের ছোঁয়ায় নেচে উঠছে গর্ভবতী ঢেউ

No comments: