Sunday, January 9, 2022

কবিতা || রুবাই || সব্যসাচী মজুমদার

 রুবাই




নানকের চাঁদে পোড়া নবীন কিশোর

রেখেছে কাবিন সুর---এও নিবি, চোর?

যদিও দেওয়ানা একা কূহক ইতর


তবে যদি অন্ধ শুয়ে গ্রামের দোঁয়াশে

তুই ভুলে যাবি ধুলো হেমন্তের মাসে

--এ দেন মোহর নিস পাগল নিঃশ্বাসে


সমাধী নীলিমা হলো অঙ্গে লাগে ছুরি

আয় তবে মাঠে মাঠে ঋতু হয়ে ঘুরি

মিলাদে রুবাই হবে ভেলুয়া সুন্দরী


সুন্দরীর মাটি ভাঙে কামট হারায়

মধুর ঈষতে মানচিত্র মুছে যায়

পশুর মতন ঘুরি নদী ভরসায়


এরপরে গানে লিখবো তুই মন্ত্রনয়


নানকের চাঁদে লাগে কিশোরের ক্ষয়


No comments: