কেন্দ্রীয় সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশনে ৩৫৪ জন গ্রুপ ডি নিয়োগ || Border road organization Recruitment 2022 || www.bro.nic.in
*কেন্দ্রীয় সংস্থা বর্ডার রোডস* *অর্গানাইজেশনে ৩৫৪ জন*
*অপারেটর প্রয়োজন Group D র* *জন্য*
##কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক কতৃক পরিচালিত বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স 'যানবাহন কারিগর' ,
ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট (অর্ডিনারি গ্রেড), 'মাল্টি স্কিল্ড ওয়ার্কার পেইন্টার ' ও 'মাল্টি স্কিল্ড ওয়ার্কার মেস ওয়েটার' পদে ৩৫৪ জন ছেলে নিচ্ছে। এবার যোগ্যতা অনুযায়ী পদগুলি নিম্নে উল্লেখ করা হল ------
পোস্ট নং ৪ : ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট (অর্ডিনারি গ্রেড) । মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা ভারি গাড়ি চালানোর বৈধ ছাড়পত্র থাকলে আবেদনের যোগ্য। ১৮-২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। পারিশ্রমিক ১৯৯০০-৬৩২০০ টাকা। ১৬টি শূন্যপদ (৮টি জেনারেল, ই ডব্লু এস ১টি, ত.উ.জা ৭) ।
পোস্ট নং ৩ : যানবাহন কারিগর । মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীগণ ITC , ITI , NCTVT ইত্যাদি জায়গা থেকে motor vehicle mechanic /diesel / heat engine / Internal Combassion Engine , Tractor Trade certificate course শেষ করে আবেদন করতে পারবেন। ১৮-২৭ বছর বয়স হতে হবে। ১৯৯০০-৬৩২০০ টাকা প্রধান মাইনে । ২৯৩টি শূন্যপদ (১২১টি জেনারেল , OBC ৫৪ , তপশিলী জাতি ৫১ , তপশিলী উপজাতি ২৮ , ই.ডব্লু. এস ২৯)।
পোস্ট নং ১ : মাল্টি স্কিল্ড ওয়ার্কার (পেইন্টার) মাধ্যমিক পাশরা আই.টি.আই থেকে পেইন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। মূল মাইনে : ১৮০০০-৫৬৯০০ টাকা । শূন্যপদ ৩৩টি (ওবিসি ২২, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ই.ডব্লু. এস ২২, ই.ডব্লু. এস ৩ ) ।
পোস্ট নং ২ : মাল্টি স্কিল্ড ওয়ার্কার (মেস ওয়েটার) মাধ্যমিক পাশরা সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকলে আবেদন করতে পারেন । বয়স ও মাইনে ওপরের মতো । শূন্যপদ ১২টি (জেনাঃ ৭ , তঃজাঃ ৪ , ই.ডব্লু. এস ১)। উক্ত সব পদের ক্ষেত্রে ১৭/২/২০২২ হিসাবে বয়স ধরতে হবে। তপশিলীরা ৫ বছর , ওবিসি ৩ বছর , প্রতিবন্ধীরা ১০ বছর আর বিভাগীয় কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় কমপক্ষে ১৫৭ সেমি , না ফোলানো বুকের ছাতি ৭৫ সেমি আর ফোলানো ছাতি ৮০ সেমি । সঙ্গে ওজন হতে হবে অন্তত ৫০ কেজি। সিকিম , ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চল তথা দার্জিলিং জেলার পার্বত্য এলাকার বাসিন্দাগণ ৫ সেমি উচ্চতা এবং ওজনে ২.৫ কেজি ছাড় পাবেন। ভালো চোখের দৃষ্টি ৬/১২ ও খারাপ চোখে ৬/৩৬ দৃষ্টি হতে হবে। কাছের জিনিস খালি চোখে ভালো ভাবে ০.৬ বা J2 ও খারাপ চোখে ১ বা J6 । চালক পদের জন্য খালি চোখে দুটি চোখেই ৬/১২ , ভালো চোখে ৬/৬ , খারাপ চোখে ৬/৩৬ দৃষ্টি চাই। কাছের জিনিসে খালি চোখে ০.৬ J2 , ও খারাপ চোখে .1 বা J6 । মহিলারা কোনো পদেই আবেদনের যোগ্য নয়। বিজ্ঞপ্তি 02/2021
প্রাথমিক পর্বে প্রার্থী বাছাই হবে শারীরিক সক্ষমতার পরীক্ষার নিরিখে। সফল হলে শূন্যপদের দশ গুণ প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে। Practical পরীক্ষা তারপর হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় দশ মিনিটে ১ মাইল দূরত্ব অতিক্রম করতে হবে।
নির্দিষ্ট form এ দরখাস্ত করতে হবে। www.bro.nic.in
website থেকে form পাওয়া যাবে। পূরণ করা দরখাস্তের সঙ্গে যা দিতে হবে। সদ্য তোলা ২ COPY Passport আকৃতির রঙিন ছবি (১ copy দরখাস্তের নির্দিষ্ট স্থানে আটকে , আরেক copy admit card এ আটকে , আরেক copy দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে ) । বয়স , শিক্ষাগত যোগ্যতা , cast certificate ইত্যাদি প্রমাণপত্রের প্রত্যয়িত নকল , বাসিন্দা certificate এর স্ব প্রত্যয়িত নকল , পরীক্ষা fees বাবদ ৫০ টাকার E Receipt (দরখাস্ত করার আগে টাকা online এ জমা দেবেন ও E Receipt print করে নিতে হবে ) । তপশিলীদের জন্য কোন টাকা লাগবে না। দরখাস্ত ভরা খামের উপর লিখতে হবে --------
APPLICATION FOR THE POST OF CATEGORY UR / SC / ST / OBC / EWSS / ESM / CPL WEIGHTAGE PERCENTAGE IN ESSENTIAL QUALIFICATION দরখাস্ত পাঠাবেন registry ডাকে। ১৭ই জানুয়ারির মধ্যে পাঠাতে হবে।
ঠিকানা নিম্নে দেওয়া রইল ------ The Commandant , GREF Center , Dighi Camp , Pune 411015।
_____________________________________________
https://worldsahityaadda.blogspot.com/2022/01/indian-postal-recruitment-2022-india.html
___________________________________________________
বিজ্ঞাপন-
Comments