করবো নাকো বারণ
বিশাল তোমার ঘর- দালানে
      কাটছে মহাসুখে,
ধুঁকছে আমার হৃদয় খানি
    করছে জ্বালা বুকে!
মনোনান্দে তোমার মুখে
   ফুটছে অমল হাসি,
আমার তখন গহীন হৃদে
  বাজছে দুঃখের বাঁশি!
পরীর মতো রাস্তা-ঘাটে     ঘুরছো যখন তুমি,
কাঁপছে আমার বুঁকের পাঁজর
    নড়ছে হৃদয় ভূমি।
সারাবেলা বাড়ির পাশে
    মাতছো যখন রণে,
কাঁটার মতন কঠিন জ্বালা
    বিঁধছে আমার মনে!
আমার মনে ব্যথা দিয়ে
     হও যদি গো সুখী,
করবো নাকো কোনো বারণ
       হই যদিও দুখী!
 
No comments:
Post a Comment