Sunday, January 30, 2022

কবিতা || আলাদা পৃথিবী || দিলীপ কুমার মধু

 আলাদা পৃথিবী



পৃথিবীর সব লোক যখন

এক হয়ে ক্যারাম খেলে--

আমি তখন ফ্যান চালিয়ে

লেপ মুড়ি দিয়ে ঘুমোই ।


দেশের লোক যখন বাঁধ ভেঙে

জলের তলে বসে স্বপ্ন দেখতে চায়

আমি তখন গোটা একটা বই লিখে

রাতারাতি সাহিত্যিক হয়ে যাই ।


ঘরের লোক যখন ভালোবাসার বন্ধনে

আগলে রাখে আমাকে

আমি তখন শুকতারা টির দিকে তাকিয়ে

সস্তা দামের একটা টর্চ কিনি ।

No comments: