Sunday, January 9, 2022

কবিতা || মুখোশ || অভিজিৎ দত্ত

 মুখোশ 




অসৎ, নীতিবর্জিত মানুষজন 

আজও আছে সমাজে

আমাদের চারপাশে মুখোশ পরে

যখনই মুখোশ যায় সরে

আসল মুখগুলো বেরিয়ে পড়ে।


চারিদিকে শোষণ,বঞ্চনা,দূর্নীতি

প্রকৃত মানুষের খুবই অভাব 

প্রতিনিয়ত টের পাচ্ছি।

গোড়াতেই গলদ আমাদের দেশে

শিক্ষা নিয়ে রাজনীতি লেগেই আছে।


আমরা যদি হতাম আন্তরিক 

শিশুদের প্রকৃত মানুষ করতে

পাঠ্যপুস্তকগুলি সব তৈরী করতাম

নীত আর আদর্শ দিয়ে।


মহাপুরুষ,স্বাধীনতাসংগ্রামী

কে না জন্মেছে আমাদের দেশে

এদের জীবনকথা কেন

জানবেনা আমাদের শিক্ষাথী'রা

দেশ যাদের সংগ্রামে উজ্জ্বল হয়েছে।


আমরা যদি স্বাধীন হয়ে

নিজের দেশকে ভালো না করি

তবে মিথ্যে এই স্বাধীনতা

এ নিয়ে ভাবতে 

সকলকে অনুরোধ করি।

No comments: