কবিতা || অসতর্কতায় || রানা জামান
অসতর্কতায়
কিছুদিন আগে ঝরা পাতায় পায়ের
শব্দে হৃদস্পন্দন বেড়ে গিয়েছিলো; বিষয়টা
আমলে দেই নি; ভেবেছিলাম বনের
আবাসে এমন পদশব্দ হয়েই থাকে; বিছানা পাল্টে
আবার ঘুমুতে যাই; চারিদিকে মেঘের পালক
কাশবনের মৃদুমন্দ সমীরণ; শিশিরের
শীতল পরশ আর রাতের পোকার
ধীর লয়ে গান; ক্যালেন্ডারে কয়েক পাতা
উল্টালে সবুজ পাতায় কিট
দেখে শঙ্কিত হই; পলক না
ফেলতেই পঙ্গপালেরা আসে ধেয়ে
অসাবধানে বেহুলা লোহার বাসরে
ফুটো খুঁজে পায় নি; পরিণামে
সামরিক অভ্যুত্থান অনিবার্য।
Comments