Sunday, January 30, 2022

কবিতা || অশরীরি প্রেম || নমিতা বসু

 অশরীরি প্রেম 




ঝোড়ো হাওয়া 

হয়তো বিকেল,

কি এসে যায় 

রাস্তা আছেই ।


ঝাপটা বৃষ্টি 

গুমোট ভীষণ ,

থমকে শব্দ,

আলো তো কাছেই ।


পাতারা উড়ছে 

ধুলোর ঘুরছে ,

গাছ কি পড়বে?

মজাটা জমবে ।


একটা তো রাত 

বারোটা ঘন্টা,

নিশ্চিহ্ন শকুন 

ভাবি সূর্য টা ।

No comments: