কবিতা || অস্তমিত নিষ্ঠা || নমিতা বোস

 অস্তমিত নিষ্ঠা 



 


অস্তমিত নিষ্ঠার রংটাই বুঝি এই রকম---

জীবনে জল ঢালে আগুন থেকে জ্বালানি নিয়ে,


যৌবনে রং লাগায় স্বপ্নের পারানি দিয়ে,


উচ্ছ্বাসকে টেনে তোলে উদ্বেগকে জব্দ করে,


বিবেককে ভর্তুকি দেয় বন্ধনকে স্তব্দ করে ,


রাস্তায় নেমে ছোটে ঘট ভরার প্রবণতায়,


আবার অকপটে ফিরে ও তাকায় অস্তিত্ব খোঁজার অস্থিরতায়,


আসন পাতে মন্ত্র পড়ে,আহ্বান করে মান্য করে,


আর অবশেষে ! উত্তেজনার উচ্ছিষ্ট দিয়ে দীপ জ্বালে শূন্য ঘরে 

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024