Wednesday, January 19, 2022

WB GROUP-D Post RECRUITMENT 2022 || মাধ্যমিক পাসে সম্পূর্ণ ফ্রীতে ট্রেনিং করিয়ে হাজার হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ


 

সম্পূর্ণ ফ্রীতে ট্রেনিং করিয়ে হাজার হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ মাধ্যমিক পাসে  || WB GROUP-D Post RECRUITMENT 2022
 


পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর

 সরকার। মাধ্যমিক পাশ করে থাকলে আপনাকে

 আর বেকার থাকতে হবে না। মাধ্যমিক পাশে গ্রুপ-ডি

 কাজের সুযোগ করে দিয়েছেন স্বয়ং রাজ্য সরকার।

  সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং করানোর মাধ্যমে গ্রুপ ডি পোস্টে 

নিয়োগ। সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।  
ট্রেনিং করানোর সাথে সাথে পেয়ে যাবেন চাকরি।  
 
ইতিমধ্যেই ইএমকেসি ২২/০১ ব্যাচে ফ্রি কোর্স (ট্রেনিং) 

করিয়ে কয়েক হাজার গ্রুপ ‘ডি’ ও ‘বি’ পদে চাকরির ফ্রি কোর্স-এর জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া 

শুরু হয়ে গেছে। সারা ভারতবর্ষে যে কোন 

জায়গায় চাকরি করতে পারেন।




শিক্ষাগত যোগ্যতা :  শুধুমাত্র মাধ্যমিক বা দশম

 শ্রেণি উত্তীর্ণ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 

অতিরিক্ত শিক্ষাগত যােগ্যতা থাকলেও আবেদন করার 

সুযোগ পাবেন।



কোন কোন পদে নিয়োগ হবে : পদ গুলি হল-

 "ইএমকেসি ফর-পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পিওন, 

রিসেপশনিস্ট ক্লার্ক, রানার, সিম্যান, ইন্সপেক্টর ইনচার্জ, 

কোর্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, 

মল্টিটাস্কিং স্টাফ, কুক, স্টুয়ার্ড, অয়েলার ওয়াইপার এবং ফিটার।



বয়স:  বয়স হতে হবে ২০.০২.২০২২ হিসাবে ১৮ থেকে

 ৩৫ বছরের মধ্যে। OBC প্রার্থীরা অতিরিক্ত 3 বছর এবং SC ও ST প্রার্থীরা বয়সে 5 বছর ছাড় পাবেন।



আবেদনের শেষ তারিখ :  আবেদন জমা নেয়া 

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুরু হয়ে গিয়েছে এবং 

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ-১৭ই ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।



নিয়োগ পদ্ধতি : আবেদনপত্রে জমা দেওয়া সমস্ত তথ্য 

খুঁটিনাটি যাচাই করে শর্ট লিস্ট করা হবে।

নির্বাচিত প্রার্থীদের ইসিলেকশন লেটার পাঠানো হবে  

রেজিস্টর ইমেল আইডিতে এবং সাথে সাথে 

মােবাইলনম্বরে একটি এসএমএস পাঠানাে হবে। 

তারপর হবে বেসিক ডকুমেন্ট ভেরিফিকেশন। প্রথম 

পর্যায়ের ডকুমেন্ট ভেরিফিকেশন সফল হলে তারপর 

হবে গ্রুপ ডিসকাশন এবং তারপর হবে ডাক্তারি 

পরীক্ষা। সবশেষে হবে পুলিশ ভেরিফিকেশন।




ফল প্রকাশ: সফল প্রার্থীদের ফল প্রকাশ করা হবে ২৮শে ফেব্রুয়ারি ২০২২ তারিখে, বাের্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।



ট্রেনিং সম্বন্ধীয় তথ্য : ইএমকেসি কোর্সে 14 মাসের 

ট্রেনিং হবে সম্পূর্ণ বিনামুল্যে। ইএমকে কোর্স অর্থাৎ 

ট্রেনিংয়ের সময় থাকা-খাওয়া, রেশন ব্যবস্থা ও ১০,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে। ট্রেনিং শেষে পাবেন 

চাকরি এবং সম্পূর্ণ বেতন। 




আবেদন পদ্ধতি:  www.mtdind.org  --এই ওয়েবসাইটে ক্লিক করে অ্যাপ্লিকেশন জমা দিন। 

বিস্তারিত জানার জন্য www.mtdind.org 

ওয়েবসাইটটি লগইন করুন অথবা 1800-1234430 

টোল ফ্রি হেল্পলাইন নাম্বারে কল করুন। আরো কিছু 

অসুবিধার জন্য সরাসরি 9569-46-8669 এই নম্বরে ফোন, এসএমএস অথবা হােয়য়াটসঅ্যাপ করতে পারবেন সকাল 10 টা থেকে বিকাল 4টা পর্যন্ত, শনিবার, রবিবার ও অন্যান্য ছুটির দিন বাদ দিয়ে।

_________________________________________




সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিংক এ ক্লিক করুন---


https://worldsahityaadda.blogspot.com/2022/01/food-supply-group-c-recruitment-2022-wb.html


_________________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--

https://worldsahityaadda.blogspot.com/2022/01/public-army-school-recruitment-2022.html


_________________________________________________


বিজ্ঞাপন--






No comments: