Sunday, January 9, 2022

কবিতা || পাখিটা আর গান গাইছে না || দিলীপ কুমার মধু

 পাখিটা আর গান গাইছে না



এক বিকেলে

হঠাৎ ঝোড়ো হাওয়ার দাপাদাপিতে

গাছটা সমূলে উপড়ে গেল,

একটাই পাখির বাসা ছিল গাছটাতে

ভেঙে পড়ল-সব তছনছ, লন্ডভন্ড,

দুটো ডিমও ছিল বাসাতে

তাও গেল ভেঙে,

ধরিত্রীর ওপর প্রলেপ পড়ল নতুন করে...


অল্প বয়সেই বুড়ো হয়ে গেল মা-পাখি ,

চামড়ায় টান ধরেছে,

পালক ধূসর হয়েছে,

ঠোঁটে ধার কমেছে,

শুধু হা-হুতাশ করছে 

যে উচ্চতায় পাখির বাসা ছিল সে উচ্চতায় তাকিয়ে ।


পাখিটা আর গান গাইছে না

দুর্যোগ বারণ করেছে ।

No comments: