মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
নতুন বরষ
হারানো দিন গুলি
কাতর মনে ভুলি
ধরে রাখা যায় না,
সিঁড়ি ভাঙ্গার মতো
সময় হয় গত
সেতো আর ফেরে না l
নতুন বরষ এসো
সবার হৃদয়ে বসো
সুন্দর উপহার হয়ে,
হিংসা বিদ্বেষ ভুলে
ধরিত্রী মায়ের কোলে
থাকো প্রেমের গীত গেয়ে l
Post a Comment
No comments:
Post a Comment