কবিতা || মহৎ || পাভেল রহমান
মহৎ
খ্যাতির জন্যে সবাই যেখানে কুপথে করিল গমন
সেখানে তুমি হে মহৎ, সুপথ করিলে চয়ন।
মহৎ, তুমি সর্বক্ষণ
হয়ত শুধুই পাচ্ছ কাঁদন
তবু যেই- ই নেয় তোমার শরণ
সেইই পায় শম, ইহা কি কম!ইহাই তোমার পুরস্কার!
ধরা হতে নভে তবে তবে তবে তোমারই জয়- জয়কার!
Comments