Sunday, January 9, 2022

অনুগল্প || সময় || রথীন পার্থ মণ্ডল

 সময়



"ডার্লিং, এই দেখো তোমার জন্য কি এনেছি ! একটা বিদেশী হাতঘড়ি ! এর দাম কত জানো? ত্রিশ হাজার টাকা। আজ আমাদের দশম বিবাহবার্ষিকীতে এটা তোমার গিফট।" ঘড়িটা হাতে নিয়ে মধুজা চয়নের দিকে তাকিয়ে মনে মনে শুধু বলে, " ঘড়িটা না দিয়ে যদি একটু সময় দিতে..."

No comments: