Sunday, January 30, 2022

কবিতা || কাল || অরবিন্দ সরকার

 কাল

       


জ্যোতিষীর বুজরুকি কালসর্পদোষ,
কালের বিপদ দশা যাগযজ্ঞ ক'রে,
কালচে পাথর ধাতু পাঁকাল আপোষ,
কালের ছোবলে মৃত্যু ধাকাল বিচারে।

আজ ব্যবসা নগদে কাল দেবে ধার,
ধারের পায়ে প্রণাম বুদ্ধি ব্যবসায়ী,
শেয়ালের যুক্তি ঘর কাল হবে সার,
কালের গহ্বরে কালো টাকা শয্যাশায়ী।

অকাল বোধনে দুগ্গা রামের কাঁকালে,
সকাল বিকাল রাত্রি বাঙালি গাজন,
পটকা বাজীর শব্দে মরণ নাকালে,
তৎকালে কালকে মেলে পাড়ি জ্ঞানীজন।

খাদ্যের আকালে কালী জিভ্ রক্তখাকী,
লক্ষ্মীর বাহন হবে-কালপেঁচা নাকি?

No comments: