কবিতা || চাতকের ডানায় মেঘেদের ঘর || আব্দুস সালাম
চাতকের ডানায় মেঘেদের ঘর
কত দিন বৃষ্টি হয়নি
যন্ত্রনার মাকুতে বোনা হচ্ছে বিষন্ন সুর
চাতকের ডানায় এঁকে দিলাম মেঘেদের ঘর
সাঁঝের লিপস্টিক ভেজা আলোয় দেখি পরিকল্পিত গর্জন
মোহের বারান্দায় খেলা করে সময়ের ধূর্ত শেয়াল
সময়ের ধারাপাতে আঁকা যন্ত্রণার শতকিয়া
ওগো প্রত্যয়ের বাঁশি,বাজলে ডেকে দিও
ঐ দ্যাখো চেয়ে আছে আমার উদাসী বউ--
চোখের কোনে তার নেমে আসছে অন্ধকার
রাস্তার মোড়ে খ্যাপাটা গাইছে
"এ দুনিয়া----
ইয়ে মেহেফিল!
মেরে কাম কি নেহি-"
Comments