Sunday, January 23, 2022

কবিতা || কথা || জয়িতা চট্টোপাধ্যায়

 কথা




আজ তুমি অনেক কথা বলো

আর আমি লুকিয়ে রাখছি কথা

ফুরিয়ে যাওয়ার আগে,তুমি আমি ফুরিয়ে যাব একদিন, কিছু কথা চাপা থাক কান্না জলের দাগে, কৃপণের মতো রেখেছি কথা জমা

এ জগতে শেষ চুমুক দেওয়ার আগে।

No comments: