কবিতা || কূটকাচালী || আবদুস সালাম
কূটকাচালী
চারিদিকে পড়ে আছে অন্ধকারের কথকথা
বিষকন্যারা চুমু খায় সভ্যতার মুখে অবাঞ্ছিত দুপুরে ওড়ে ক্লান্ত মৌমাছি
রুদ্ধ পৃথিবীর উঠোনে জিরিয়ে নিচ্ছে কাঙ্গালী শুভেচ্ছা
কামনাস্রোতে ভেসে যায় অলীক সতীত্ব
নিভে যায় ঈশ্বরময় আয়োজনের প্রদীপ
সভ্য পাখির ডানা ভাঙে বিপ্লবের মাঠে
সময়ের বারান্দায় জেগে ওঠে মৃত ঘাসের পাঠশালা
দিক্ষিত হয় সময়ের পড়ুয়া
জাগরণের মাঠে শয্যা পেতে বসে আছে কুয়াশার ভোর
ভালোবাসারা ডুকরে ডুকরে কাঁদে আর কেতন ওড়ে সতী বিজয়ের
Comments