Sunday, January 23, 2022

কবিতা || বৃষ্টি বেলার পদ‍্য || মহীতোষ গায়েন

 বৃষ্টি বেলার পদ‍্য




বৃষ্টি পড়ে বিকেল বেলায়

মন বিষণ্ণতায় ভরা,

আমার বিকেল তোমার বিকেল

স্মৃতির পোষাক পরা।


স্মৃতির জলে নৌকা ভাসে

নৌকাগুলো সুখ,

সুখ-সাগরে আবার ভাসে

দু:খকাতর মুখ।


মুখ চলে যায়,মুখোশ থাকে

প্রেমবিহ্বল ঢেউ,

যাবার বেলায় হৃদয় নিতে

আবার এলো কেউ।


বিকেল বেলায় বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে মনের দরজায়,

সামনে লড়াই এগিয়ে চলো

কী সে ভয়,কী সে পরাজয়?

No comments: