কবিতা || ছাতি || সৌমেন্দ্র দত্ত ভৌমিক
ছাতি
মাথার ওপর ছাদ
হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রাণে অন্দরে।
চেয়েছিলাম একটা বলিষ্ট ভরসার ছাতি,
রোদ-ঝড়-জল ইত্যাদি প্রতিকূলে
শক্তপোক্ত বাঁচনের সম্ভাব্য সুযোগ দীর্ঘদিন।
কিন্তু তেমন তেমন ছাতি নিয়ে
এই অবেলায় দুঃসময়ে এল না কেউ,
প্রতিক্ষণে মুড়িয়ে যায় সুখ-স্বপ্নের
উদ্যানখানি, তখুনি শীর্ণ দীর্ণ কলেবরখানি।
এমন অভাবিত নাচার বাঁচার সময়ের
দুটি হাত ধরে কাম্য অগ্রগমনে,
দুর্দিনের পর্দাটার হঠাৎ বিতাড়নে
টিকে থাকার পথটাও মিলতে পারে কোনমতে।
মাথার ওপর ছাদটি আর
হুড়মুড়িয়ে পড়বেনা উন্নত শক্ত ছাতি পেলে,
এমন বিশ্বাসে আশারা ধাবমান
একটা উত্তম ছাতির খোঁজে...
Comments