ভারতবর্ষের ১৩৬টি সেনা public বিদ্যালয়ে ৮৭০০ প্রশিক্ষক প্রশিক্ষিকা নিয়োগ || Army School Teacher Recruitment 2022 || Teacher Recruitment 2022 || Government Jobs


 

ভারতবর্ষের ১৩৬টি সেনা public বিদ্যালয়ে ৮৭০০ প্রশিক্ষক প্রশিক্ষিকা নিয়োগ করা হবে:



বিজ্ঞপ্তিটি স্নাতকোত্তর ও স্নাতক পাশ শিক্ষার্থীদের জন‍্য ।

 ভারতবর্ষের ১৩৬টি Army Public School এ 'Trend

 Graduate Teacher' , 'Post Graduate Teacher'

 ও 'Primary Teacher '  পদের জন‍্য ৮৭০০ জনকে

 নেওয়া হবে। দেখুন পদের যোগ্যতা অনুযায়ী আবেদনের নীতি --- 



Trend Graduate Teacher পদে ইংরাজী, হিন্দি,

 সংস্কৃত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান , computer science ,  সামাজিক বিজ্ঞান, অঙ্ক ও শারীরশিক্ষা বিষয়ের শিক্ষিকা ও শিক্ষক নেওয়া হবে। এবার রইল কারা কিসের জন‍্য যোগ্য তার বিবরণ --- 


Trained Graduate Teacher নেওয়া হবে ইংরাজীর জন‍্য । ইংরাজীতে বিএড করা থাকতে হবে। 


হিন্দির ডিগ্রি course পাশরা বিএড করা থাকলে যোগ্য। 


সংস্কৃত , পদার্থবিজ্ঞান ও রসায়নের জন‍্য উক্ত বিষয়গুলিতে বিএড করা থাকলে যোগ্য। 

জীববিজ্ঞান / প্রকৃতিবিজ্ঞান এর জন‍্য botany zoology ইত্যাদি বিষয়ে ডিগ্রি course পাশরা যোগ্য। 


Trained Graduate Teacher Computer Science --- Information Technology , Computer Science ইত্যাদি বিষয়ে B.E , B.Tech course পাশরা যোগ‍্য । BCA Course  পাশ বা computer science ডিগ্রি course পাশরাও যোগ্য । যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ণরা ডোয়েক থেকে A level course পাশ হলেও

যোগ্য। সব ক্ষেত্রে বিএড পাশ বাধ্যতামূলক। 



Trained Graduate Teacher Social Science 


ইতিহাস, অর্থনীতি, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। ইতিহাস বা ভূগোল দুটির একটি থাকতেই হবে। বিএ , বিএড পাশ হলেও চলবে। 


Trained Graduate Teacher অঙ্ক --- অঙ্ক বিষয় ও পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, electronics , Statistics , Computer Science ; এগুলির মধ্যে অন্তত দুটি বিষয় নিয়ে ডিগ্রি course পাশরা আবেদন করতে পারেন। BSC , B.ED পাশরাও যোগ্য । BA B.ED এবং TET,  C TET এর কিছু পাশ করলে তারাও এই পদের জন্য যোগ্য। 


Trained Graduate Teacher পদের জন‍্য ডিগ্রি course এ কমপক্ষে ৫০ ভাগ নম্বর ও BED course এও ৫০ ভাগ নম্বর থাকতে হবে। সব বিষয়ের জন‍্য উক্ত বিষয়ে  বি .এ. এড , বি এস সি এড পাশরাও আবেদন করতে পারেন। degree courseএ ৫০ ভাগ নম্বর নেই কিন্তু Post Graduate course এ ৫০ ভাগ বা তার বেশী আছে তারাও আবেদন করার জন‍্য যোগ্য বলে বিবেচিত হবে। 


Trained Graduate Teacher (শারীরশিক্ষা) --- শারীরশিক্ষা বিষয়ে ৪ বছরের ডিগ্রি course পাশরা ৫০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। যে কোন শাখার স্নাতক পাশ ছেলেমেয়েরা বিপিএড পাশ হলে যোগ্য। শারীরবিদ‍্যা , স্বাস্থ‍্যবিদ‍্যা এবং ক্রীড়া তে বিএসসি course পাশরা ১ বছরের বিপিএড course পাশ হলেও যোগ্য । ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। 


প্রাথমিক শিক্ষক ---- যে কোন শাখার ডিগ্রি course শিক্ষার্থী অন্তত ৫০ ভাগ নম্বর পেয়ে পাশ করে থাকলে যোগ্য। বিএড (৪ বছরের Integrated ) ডি.এল.এড course পাশরা যোগ্য । বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। 


Post Graduate Teacher নেওয়া হবে এইসব বিষয়ে 


ইংরাজী, হিন্দি , ইতিহাস, ভূগোল , অঙ্ক, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ‍্যা , অর্থনীতি , জীববিদ‍্যা , দর্শন , বাণিজ‍্য , computer , Informatic Science , Home Science ও শারীরশিক্ষার জন‍্য । 


ইংরাজীর জন‍্য post Graduate B.ED course পাশ হলে যোগ্য। হিন্দি , অর্থনীতি , ইতিহাস , ভূগোল বিষয়গুলির জন‍্যও উক্ত বিষয়গুলিতে Post Graduate ও B.ED পাশরা যোগ্য। 


রাষ্ট্রবিজ্ঞানের জন‍্য এ বিষয়ে Post Graduation হলে চলবে । International Relation , Public Administration এ স্নাতকোত্তর পাশরাও যোগ্য। 


গণিতের জন‍্য গণিতে স্নাতকোত্তর পাশ হলে যোগ্য। অঙ্কের degree course পাশরা statistics বা operation research এ স্নাতকোত্তর পাশ হলেও যোগ্য। সব ক্ষেত্রে বিএড course পাশ বাধ্যতামূলক। অঙ্কে এম এস সি এড  course পাশ করা থাকলেও সেই প্রার্থী যোগ‍্য বলে বিবেচিত হবে। 


পদার্থবিজ্ঞান বিষয়ের জন‍্য উক্ত বিষয়ে post graduate হলে যোগ‍্য । এম এস সি এড course পাশরাও যোগ্য। সব ক্ষেত্রে বিএড course পাশ হতে হবে। 


রসায়নবিজ্ঞান বিষয়ের জন‍্য রসায়নে স্নাতকোত্তর হতে হবে। ডিগ্রি course পাশরা ফার্মা chemistry post graduate পাশ হলেও যোগ্য। এম এস সি এড course পাশরাও যোগ্য। সব সময়ই বিএড পাশ বাধ্যতামূলক। 


Biology র জন‍্য botanyসহ zoology বা zoologyসহ botany তে স্নাতকোত্তর পাশ হতে হবে। zoology বা botany তে ডিগ্রি course পাশরা Micro Biology/ Molecular Biology / Agricultural Botany / genetics post graduate হলেও যোগ্য। zoology বা botanyর এম এস সি  এড course পাশরাও যোগ্য। সবক্ষেত্রে বিএড পাশ হতে হবে। 


Bio technology post graduate teacher পদের

 জন‍্য এই বিষয়ে  post graduate হতে হবে। বিএড পাশ

 হতে হবে। Psychology, commerce এও উক্ত বিষয়গুলিতে ঐ যোগ‍্যতার প্রার্থীদের নেওয়া হবে। 



Post Graduate Teacher (Computer Science /Informatics )  Computer Science , IT , Computer Engineering , Electronics , Electronics and Communication Engineering এর ডিগ্রি BE , BTech course পাশরা যোগ্য। MCA , Computer Science,  ITর এম এস সি র course পাশরাও যোগ‍্য । Computer Science BSC /BCA/ Computer Engineering এ ৩ বছরের  diploma পাশরা অঙ্কে , পদার্থবিজ্ঞানে বা Statistics এ এম এস সি পাশ হলে যোগ্য। ডোয়েক থেকে 'B' Level Course পাশ করলেও যোগ্য। 



Home Science Post Graduate Teacher ---- Home Science এর  Master Degree Course পাশরা যোগ্য। বিএড course পাশ হতে হবে। 


Post Graduate Teacher (শারীরশিক্ষা) ----- শারীরশিক্ষা বিষয়ে স্নাতকোত্তর চাই। ওপরের সব বিষয়ের Post Graduate Teacher পদের বেলায় স্নাতকোত্তর এ অন্তত ৫০ ভাগ নম্বর পেতে হবে এবং মোট অন্তত ৫০ ভাগ নম্বর পেয়ে বিএড course পাশ হতে হবে। 


সব ক্ষেত্রেই screen test এর জন‍্য CTET / TET পাশ বাধ্যতামূলক নয়। তবে নিয়োগের আগে ঐ দুই ক্ষেত্রে সফলতা চাই। চূড়ান্ত মনোনীত CTET / TET এ অসফল  প্রার্থীকেও অ্যাডহক পরিপ্রেক্ষিতে নিযুক্ত করা হবে। 


১/৪/২০২১ এর ভিত্তিতে সব ক্ষেত্রে ৪০ বছর বয়স হতে হবে। শিক্ষকতায় ৫ বছরের অভিজ্ঞতা থাকলে বয়স ৫৭ বছরের মধ্যে হতে হবে। ভারত জুড়ে ১৩৬টি সেনা school এ কাজ পাওয়া যাবে। পূর্বাঞ্চলে আছে ----- APS 


কলকাতা , ব‍্যারাকপুর , পানাগড় , বিন্নাগুড়ি, বেঙ্গডুবি, গ‍্যাংটক , দার্জিলিং, আগরতলা , কালিম্পং , রাঁচী ইত্যাদি স্থানে। 


(AWES) Army Welfare Education Society প্রার্থী বাছবে। প্রথমে Combined Selection Online Screening Test হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি । পূর্ব ভারতের কলকাতা, শিলিগুড়ি, শিলং , গুয়াহাটি , আগরতলা, রাঁচী , ভুবনেশ্বর ও পটনা পরীক্ষার কেন্দ্র। 


প্রাথমিক শিক্ষিকা / শিক্ষক পদের জন‍্য ৮০টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের পরীক্ষা হবে দেড় ঘন্টা সময় নিয়ে। English Comprehension, Mental Ability , General Awareness , Current Affairs পেশাগত জ্ঞান প্রভৃতি বিষয়ের উপরে। 


Post Graduate Teacher / Trend Graduate Teacher পদের জন‍্য ১২০টি প্রশ্ন হবে। ২ ঘন্টা সময় থাকবে। পরীক্ষা সংক্রান্ত তথ‍্য এই website এ পাওয়া যাবে । 


সবক্ষেত্রেই  প্রশ্ন হবে Objective Multiple Choice ধরনের negative marking আছে। ৪টি ভুল উত্তরের জন‍্য ১ নম্বর কাটা হবে। সব ক্ষেত্রে ৫০ ভাগ নম্বর পেলে qualify  করতে পারবেন । Admit Card Download করা যাবে ১০ই ফেব্রুয়ারি থেকে। ২৮শে ফেব্রুয়ারি ফল বেরোবে। Scorecard পাওয়া যাবে পরীক্ষায় সফল হলে। 

৩ বছরের মধ্যে চাকরিতে ঢুকতে পারলে এই Card এর মেয়াদ আজীবন থাকবে। 


২৮শে জানুয়ারির মধ্যে online দরখাস্ত করতে হবে । 


http://register.cbtexams.in/AWES/


এই অফিসিয়াল ওয়েবসাইট এ  Registration এর জন‍্য বৈধ একটি  Email Id থাকতে হবে। passport photo , signature , Birth certificate , শিক্ষাগত যোগ্যতা certificate scan করে দিতে হবে। website এ উল্লিখিত যাবতীয় তথ‍্য দিয়ে submit করতে হবে। পরীক্ষা fees বাবদ ৩৮৫ টাকা debit card , Credit card , net banking এ জমা করতে হবে। নাম registration সম্পূর্ণ হলে mobile , Email এর মাধ্যমে confirmation message পাওয়া যাবে।


_________________________________________________




সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--


https://worldsahityaadda.blogspot.com/2022/01/food-supply-group-c-recruitment-2022-wb.html


__________________________________________________


বিজ্ঞাপন-




Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ