Sunday, January 9, 2022

কবিতা || শীতকালীন || চাঁদ রায়

 শীতকালীন

                 




শীতের কাকেরা রাতের শেষে

তাপের স্পর্শে জেগে ওঠে

সোনালী ধানের গন্ধ আঁধারেও সক্রিয়

শব্দহীন শিশির বিন্দুর প্রতিজ্ঞা মিথ্যা------

নেই ঝড়, নেই বৃষ্টি

চাতকও নেই সুরের ভুবনে

মুঠো ধানের সুবাসে নবান্ন

অপেক্ষা নতুন প্রতিজ্ঞা --বার্তার

 বৃষ্টির পরেই ঋতু পরিবর্তন

অথবা ঋতু বদলের বৃষ্টি

শিশিরাঙ্কের অতিক্রান্ত বীজ

হাই তোলার আমন্ত্রণ পাবে

No comments: