কবিতা || কুয়াশা || সামসুজ জামান
কুয়াশা
ইদানীং আমরা সবাই শান্ত হৃদয় খুঁড়ে খুঁড়ে
বেদনা জাগাতে ভালবাসি। কুয়াশা সবার অন্তঃপুরে।
কেউ আর থাকি না সরল, কেউ নই আজকাল ভালো।
টেনে নিই মনে জটিলতা, তাই মুছে যায় সব আলো।
আলো মুছে কালো নয়, দেখা যায় দূরে ভাসা ভাসা
পাব নাকি হারিয়ে যাবে? একেই তো বলে কু-আশা।
কুয়াশার কু টা ছেড়ে দাও, পাবে তুমি নিশ্চিত আশা।
খুঁজে পাবে জীবনের মানে, হারিয়ে যাবে না ভালোবাসা।
না হলে যে প্রতি পদে পদে হারাবেই জীবনের খেই,
আশার সূর্যটা দেখো, এই আছে, এই দেখো নেই।
সূর্যের এত বেশি জ্যোতি, কুয়াশার কাছে যাবে হেরে?
কুয়াশার জটিলতা এসে জীবনের আলো নেবে কেড়ে?
জীবনের মানে খুঁজে নাও। জীবনের গাও জয়গান।
জীবনে শুধু ভাল থাক, কুয়াশার না থাকুক স্থান।
Comments