কবিতা || আজকের সান্ধ্য তোমার নাম || চাতক পাখি
আজকের সান্ধ্য তোমার নাম..
শীতের দিনে হটাৎ
বৃষ্টি আসতেই
মনের মধ্যেও
এক ফালি মেঘ
বৃষ্টি ঝরালো অগোচরে।
ঝরলো সে
শ্রাবণের ধারার মতো,
টিপ টিপ টুপ টুপ করে
সাতরঙা সুর বেঁধে
সঙ্গীতের সুরে।
ওমনি না জানি
কোথা থেকে
হটাৎ ই দমকা হাওয়া এসে
দিয়ে গেলো এক বার্তা
বাম অলিন্দের খোলা জানালায়।
আর বলে গেলো চুপি চুপি
বৃষ্টির ঝরার সাথে সাথে ,
"বাহিরে শীতল ছোঁয়া আর
এ মন যে একটু উষ্ণতা খোঁজে
তাই এই সান্ধ্য বেলায় এক কাপ চায়ে তোমাকে চাই।
Comments