কবিতা || আকাশ || নবকুমার
আকাশ
খাদানের ভেতরে আকাশ নেই
আকাশের জন্য ব্যাকুল হই -
হয়তো নীলাকাশে ফুটেছে খই
কিংবা মেঘে মেঘে
বৃষ্টি জল
জানি না কিছুই -
শুধুই অতল--অতল--।
যেমন বুঝতে পারি না তোমার আকাশ
কখন রৌদ্র কখন মেঘ
কখন হাওয়া আনে মনের আবেগ
বুঝতে পারিনা বলেই
কবিতাগুলি কব্ তে
হয়ে যায়--
সাধারণ মানুষ ,বলি সোজাসুজি--
দিনমান আকাশ
না দেখলেও
খাদানে নিমীল আকাশ খুঁজি -।
Comments