মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
Sunday, January 9, 2022
কবিতা || ঘর || জয়িতা চট্টোপাধ্যায়
ঘর
আমার ঘর পাল্টে যাচ্ছে নিয়মিত, বাইরে থেকে দেখলে একই মনে হয়, অথচ সকাল আর সন্ধ্যেটা কতটা আলাদা, আমি হলাম এই ঘরের একমাত্র বাসিন্দা, বাইরে থেকে দেখলে মনে হয় গতকাল যা ছিল আজও ঠিক তাই আছে, কিন্তু আমি গতকালের সাথে আজকের আর কোনো মিল খুঁজে পাই না।
No comments:
Post a Comment