Sunday, January 9, 2022

কবিতা || ঘর || জয়িতা চট্টোপাধ্যায়

 ঘর




আমার ঘর পাল্টে যাচ্ছে নিয়মিত, বাইরে থেকে দেখলে একই মনে হয়, অথচ সকাল আর সন্ধ্যেটা কতটা আলাদা, আমি হলাম এই ঘরের একমাত্র বাসিন্দা, বাইরে থেকে দেখলে মনে হয় গতকাল যা ছিল আজও ঠিক তাই আছে, কিন্তু আমি গতকালের সাথে আজকের আর কোনো মিল খুঁজে পাই না।

No comments: