সুদীপ ঘোষালের উপন্যাস (প্রথম পর্ব)

      ইউরেকা ইউরেনাস


(১)

আজ গোয়েন্দা সুমন নিজের বাড়ির বারান্দায় বসে আছেন। এই সময়টাতে নিয়ে বিভিন্ন বিজ্ঞান সংবাদ এর বইগুলো পড়েন। গোয়েন্দা সুমনের নিত্যসঙ্গী তোতন।

  গোয়েন্দা সুমনের কথাবার্তা শুনছেন তোতন। সুমন বলছেন, ভালুকের আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়ে গেছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গেই।


দুই মেরুর বরফ গলতে শুরু করেছে।


এই বরফের দেশের বাসিন্দা হলো শ্বেত ভালুক তাপ বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের বাসস্থান হারিয়ে যেতে শুরু করেছে। 

এর ফলে সে দলই তাদের নতুন বাসস্থান খোঁজার জন্য মাইল মাইল বরফের ভেতর দিয়ে সাঁতার কাটতে আরম্ভ করেছে।


গোয়েন্দা সুমন বাবু শুধু গোয়েন্দা নন।


 তিনি একাধারে বিজ্ঞানী,গোয়েন্দা বিচক্ষণ।তিনি সবকিছু সম্বন্ধে সংবাদ রাখতে আগ্রহী। তিনি বিজ্ঞান সংবাদ এর এই বইগুলো পড়েন আর তোতনকে বিশ্লেষণ করেন সেই কারণগুলো।


সুমনবাবু বলছেন, এই ভল্লুক গুলো সাধারণত বেশিরভাগ সাঁতারে অভ্যস্ত নয়।।


 তোতন বল্লো, তাহলে এই ভাল্লুকের ভীষণ বিপদ।

তারা তাদের বাসস্থান এর আশেপাশে ঘুরে বেড়ায়।


 প্রয়োজনমতো সাঁতার কাটে।

 কিন্তু তাহলে এতদূর সাঁতার কেটে ফিরে আসবে কি করে। 

তখন গোয়েন্দা সুমন বললেন, কিছু সাঁতার কাটতে কাটতে খোলা সমুদ্রের বুকে এসে পড়েছে। তারা তাদের বাসস্থান থেকে কিছু কিছু সময় 95 কিলোমিটার পর্যন্ত চলে আসতে দেখা গেছে। ফিরে যাবার ক্ষমতা থাকেনা এবং জলের মধ্যে দেহ ত্যাগ করে।


তোতন বলল, এটা জাপান মিনারেলস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর 'এনভারমেন্ট নিউজ' পত্রিকার নাম।


গোয়েন্দা সুমন বললেন, হ্যাঁ উত্তর উপকূলে গত বছরের সেপ্টেম্বর মাসে বেশকিছু শ্বেত ভালুক কে জলে সাঁতার কাটতে দেখা গেছে।

 ওই জায়গায় কুড়ি শতাংশ ভালুক আশ্রয় খুঁজে সমুদ্র ঝাঁপিয়ে পড়ছে এবং উত্তর মেরুর বরফ এশিয়ার প্রতি দর্শকের 10% গলতে শুরু করেছে। সেই হিসাব করে দেখেছি 1.5 মিলিয়ন কিলোমিটাে রবরফ নষ্ট হয়েছে।


গত চার বছরে আত্মহত্যার সংখ্যা অনেক বেশি উঠেছে।

 নিজেদের মাংস নিজেরাই খাচ্ছে।খাবার নেই তাই।

 তারা একে অপরকে আক্রমণ করছে এই খাবারের অভাবে।

 এইসব জায়গাগুলোতে যেখানে এরকম ঘটনা ঘটেছে গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে জায়গাগুলো মিশে গেছে সমুদ্রের বুকে।


তোতন এই কাহিনী শুনে খুব দুঃখ পেল।


হঠাৎ ঘরে প্রবেশ করলেন, এক বৃদ্ধ ব্যক্তি।

 তিনি বললেন তিনি এক বিপদে পড়েছেন। গোয়েন্দা সুমনের সঙ্গে কথা বলার আগে তোতনকে কথা বলতে হয়। 

তোতনের সঙ্গে কথা বলতে হয় বৃদ্ধ জানতেন না তোতন দরজা খুললেন।


ক্রমশ...

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র