চেতনার অপর প্রান্তের জগৎ সম্পর্কে কতজন পরিচিত! কতজনই বা কাটা ছেঁড়া করে! যারা করে তারা ভাবুক, তারা কবি-লেখক, হ্যাঁ তারা একপ্রকার উন্মাদ ও বটে। কিন্তু এই উন্মাদনার ভাষা ও শব্দ বিশ্বের দরবারে আলোড়ন ফেলে। শুধু খুঁজে নেই এক জোড়া বাধা। সম্মানের পাখি হয়ে উড়ে বেড়ায় মানুষের হৃদয়ের মণিকোঠায়। তাই সেই কলম যেন থেমে না যায়। উন্মাদনা বেড়ে চলুক। আলোড়িত হোক বিশ্ব দরবার।
ধন্যবাদান্তে
World sahitya adda Team
No comments:
Post a Comment