Sunday, July 18, 2021

সব্যসাচী মজুমদারের একটি কবিতা

 অরা


(ক)

আমাদের গলা অব্দি ঢাকা মেঘে

শিস দেয় অনুস্বর বিসর্গ হ

আমাদের মহাযান শরণার্থীর মতন গায়


ভাদ্রের প্রথমে উপোরোক্ত অপরাহ্ন


(খ)

ভাবতে চাওনি দুটো চোখে

আলো জ্বলে মীন চেতনায়


ঘরহীন দুটো মানুষের

প্রেক্ষিত ভরেছে অরায়


No comments: