Sunday, July 25, 2021

সত্যেন্দ্রনাথ পাইনের দুটি কবিতা

 অরুণোদয়


হঠাৎ অরুন আলোর পরশে

জেগে ওঠে বাউল মন হরশে।


আঙিনায় বেজে ওঠে নানান দুন্দুভি

    কর্মে বিভোর জল ছবি।


কে কাকে করবে পরাজিত

তাই নিয়েই হয় চর্চিত।


কর্মের ফাঁকে ফাঁকে ঘটে বিশ্রাম

নাওয়া খাওয়া কূটকচালি অবিরাম।


আবার নামে আঁধার হয় সন্ধ্যা

মানুষের মনে যেন কত বন্ধ্যা।

_____________________________


অপেক্ষায় আছি


জীবনের সাধ মেটেনি আজও

অপূর্ণই রয়ে গেলো

ফাঁকি দিয়ে চলে গেলে তুমি

ছিঁড়ে মায়াজালও।


সত্যি তোমার প্রেমের মূল্য

বুঝিনি , আমি বুঝিনি।

আজ বুঝেছি-- কত মূল্য তার

কেন সেদিন পারিনি!



তোমার ভালোবাসা বাসা পায়নি বলে

দিওনা দোষ তাকে

সে ছিল কাঙাল ভিখারি

নানান কাজের ফাঁকে


ওগো প্রিয়তমা, এসো ফিরে ফের

শেখাও প্রেমের নব সোপান

ভুলবো না আর কোনও দিন

যদি কেউ তোলেও তুফান।।

No comments: