Sunday, July 25, 2021

স্বপ্না বনিকের একটি কবিতা

 শেষ দিনের প্রতীক্ষায়


মনের গভীরে যে শুয়ে আছে

   তাকে জাগানোর স্পর্ধা নেই

আছে শুধু স্মরণ-মনন

 ঘুমন্ত চেতনায় অকাল জাগরণ

বছর গড়ায়, পাক ধরে চুলে

     টুকরো কথার মিষ্টতা

ছেলেবেলার দুষ্টুমির স্নিগ্ধতা

  কখন হারায় বয়সের কোলে। 

এখন শুধুই দিন যাপন, 

  শৈশবের প্রলাপের মতো, 

বল্গাহীন হরিণের ক্ষিপ্র পায়ে

  শুধুই ছোটাছুটি অশ্রুমোচন। 

তবুও মনে অপার শান্তি

 বাঁধভাঙা প্রাচীর প্লাবন

প্রতীক্ষা শুধু শেষের দিনের

   স্থির-নির্বাক দেহের ভ্রান্তি। 

No comments: