বদরুদ্দোজা শেখুর লেখা একটি গান
হতাম যদি
হতাম যদি হংস-মিথুন সরসীর জলে
মেঘের ভেলা ছায়া দিতো নীল গগনতলে।
শাপলা শালুক চুঙোরি লতা
কানে কানে বলতো কথা,
ফুল ফুটিয়ে সাজাতো পথ সাঁতরে চলাচলে ।।
পাড়ের যতো গাছগাছালি
জাম কাঁঠালের হরিয়ালি
দেখতো অযুত আড়-নয়নে আমাদের জল-কেলি
গলায় গলায় ঠোঁটে ঠোঁটে মধুর মেলামলি ,
জলজ রেখায় খেলার সনে
ফুরিয়ে যেতো দিন বিজনে,
শ্যাওলাগুলো আটকাতো পথ ভালোবাসার ছলে ।।
Comments