দ্বিতীয় সংখ্যার সূচিপত্র(৬০ জন)

মোট ৬০ জন লেখক লেখিকার বাংলা ও ইংরেজি কবিতা গল্প প্রবন্ধ গান উপন্যাস ও ফটোগ্রাফির মিলিত সংখ্যা


           সম্পূর্ণ সূচিপত্র

বাংলা কবিতা ও ছড়া---

তৈমুর খান, বদ্রীনাথ পাল, সম্রাট দে, সব্যসাচী মজুমদার, মধুপর্ণা বসু, তন্ময় চ্যাটার্জী, চিত্তরঞ্জন সাহা, তীর্থঙ্কর সুমিত, ক্ষুদিরাম নস্কর, সত্যেন্দ্রনাথ পাইন, তোফায়েল তোফাজ্জল, চিরঞ্জিত ভান্ডারী, নৃপেন্দ্র নাথ মহন্ত, মোঃ নাঈম হাসান, সব্যসাচী মাহাত, মায়া বিদ, সৈয়দ শীষ মহম্মদ, জয়তী দেওঘরিয়া, শ্যামল রায়, তাপস কুমার বর, গোবিন্দ মোদক, সুস্মেলী দত্ত, জয়িতা চট্টোপাধ্যায়, স্বপ্না বনিক, মীনা সাহা, আবদুস সালাম, মুহা আকমাল হোসেন, সুব্রত মিত্র, সায়ন তরফদার, ইলা চক্রবর্তী, শ্রাবণী মুখার্জী, বিক্রম দাস, মানসী ঘোষ, সর্বাণী ঘড়াই, ইউসুফ মোল্লা, কৌশিক বড়াল, অমিত পাাল।


বাংলা গল্প----

সিদ্ধার্থ সিংহ, অর্ণব মিত্র, অঞ্জলি দে নন্দী, আশীষ কুন্ডু, গোবিন্দ ব্যানার্জী, শ্রাবণী মুখার্জী।


বাংলা গদ্য---

তৈমুর খান, সুমন সাহা, সুজিত রেজ।


বাংলা প্রবন্ধ--- 

 রামপ্রসাদ সরকার, চাঁদ রায়।


বাংলা উপন্যাস---

অভিজিৎ চৌধুরী, সুদীপ ঘোষাল।


গান তথা গীতি কবিতা---

বদরুদ্দোজা শেখু, বসন্ত প্রামাণিক।


ইংরেজি কবিতা--- 

 Rana Zaman


ইংরেজি গল্প----

Debasish sinha


Photography----

 Shibom Banerjee, Debolina Adhikary, Partha Chatterjee, Shilpa dey.

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র