Sunday, July 18, 2021

সম্পাদকীয়(প্রথম সংখ্যা)

 World sahitya adda ব্লগ ম্যাগাজিন টি একটি সামান্য ম্যাগাজিন নয়। এটা হল এমন একটি প্লাটফর্ম যেখানে সকল শিল্পী নিজের সাহিত্যকে নতুন মাত্রায় সৃজনশীল করার সুযোগ পাবেন। সেই সমস্ত সাহিত্য কর্মগুলো বিশ্বের দরবারে সমৃদ্ধি লাভ করে।

তাই লিখুন। লিখতে ভালোবাসুন। পড়ে ফেলুন বিশ্ব সাহিত্যকে। সাথে সাথেই পৌঁছে দিন নিজ নিজ সাহিত্য কর্মকে বিশ্ব দরবারে World sahitya adda ব্লগ ম্যাগাজিন এর মাধ্যমে।

                    ‌‌                            ধন্যবাদান্তে

                            World sahitya adda পত্রিকার টিম

No comments: