Sunday, July 25, 2021

জয়তী দেওঘরিয়ার একটি কবিতা

 পরিহাসের পরীক্ষার্থী


তোমরা শুনলে না তো!

যেদিন আমার ভাগ্য নির্ধারণের

পদ্ধতি নির্ণয় করলে তোমরা,

আমি বার বার বলতে চেয়েছিলাম 

ওটা হতে পারে না,ও ভাবে হয় না।

আমি প্রস্তুত রণক্ষেত্রে নামার ।

তোমরা শুনলে না!

তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন 

চুরমার হয়ে গেল মুহূর্তেই। 

জীবনের প্রথম বড় যুদ্ধক্ষেত্র

অজ্ঞাতই রয়ে গেল। 

সেদিনও মানতে পারিনি,

আজও পারছি না।

কিন্তু এটা বুঝেছি আমার মানা

না মানাতে কিছুই যায় আসে না।

আজ আরও এক বড় প্রহসনের মুখোমুখি।

যুদ্ধক্ষেত্রে না গিয়েও জয়ের মুকুট শিরে।

কিন্তু এ কেমন জয়!

যে জয়ে শুধুই বক্রোক্তি ও ব্যঞ্জনার ঝনঝনানি।

হয়তো এ জয় কাঙ্খিতই ছিল 

তবু নেই কোনও উচ্ছ্বাস, আনন্দ 

নেই আত্মীয়-স্বজন-প্রতিবেশির শুভেচ্ছা,

সংবাদ শিরোনামে নেই কোনও কৃতীর কৃতিত্ব। 

যেখানে হয়তো হতে পারতো আমারও ঠাঁই। 

বদলে জুটলো শুধুই পরিহাস!

আর এই পরিহাসই রচনা করবে

আগামীর ইতিহাস।

No comments: