Sunday, July 25, 2021

ইলা চক্রবর্তীর দুটি কবিতা

অন্য স্বাদের প্রেম 


পেয়েছি সব অশান্ত এক নদী, ঘৃণায় ভরা বাতাস,

কাল্পনিক ভালোবাসা, স্নায়ুবিক উষ্ণতা আর তোমায়,,,!

ভুলের পথ ধরে চলতে চলতে এখন মস্ত পাহাড়ের সামনে আমি।

অথৈ জলে ঝাঁপ দিয়ে খুঁজি ফিরি মনটারে!

তার খোঁজ পেয়েছি কি?

কে জানে!!!

কোনো এক স্বর্ণালী সন্ধ্যায় কথা দেওয়া নেওয়া হয়েছিল হয়তো,,,

ঝড়ের মুখে ঠিকানা হারিয়েছে সে!

এক মুঠো সোনা ঝরা দিন উপহার দেবে বলেছিল সে!

বার বার আবার পথ হারিয়েছে দিশা বদলিয়েছে,,,

পোড়া মন আর নদী হতে পারেনি,

পারেনি সাগরে মিলতে,,,!

আদরে সোহাগে বিরহে ভেজা যে হলোনা আর!

নতুন শহর নতুন নাম নতুন কথা দেয়া নেয়া!


অন্য ভাবে মুখ এঁকেছ অন্য স্বাদের প্রেম,

তাই তুমি অনেকটা এগিয়ে,,!


_____________________________________


জীবন রহস্য


অনল তুমি অনিলা আমি,

জড়িয়ে রাখো আমারে।       

তোমার তীব্র শিখায় উজ্জ্বল করো,

শুদ্ধ করো আত্মারে। 


 ফিরে যেতে চাই আবার আমি,

আদিমতার রহস্য দ্বারে।


   বুকের মাঝে ভীষণ তৃষ্ণা,

আহুতি দিলাম নিজেরে,,!


    রামধনু রঙ বুঝি খুঁজে পাই,

    তোমার তপ্ত স্রোতে।


 অনল তুমি অনিলা আমি

   ভালোবেসেছি আমি তোমারে। 


  দাউ দাউ করে পুড়ে যেতে চাই,

    ভেঙে যাওয়া মন পুড়ে হলো ছাই,

   উড়ে যায় ওই আকাশে।পরে থাকে শুধু ছাই আর ছাই, 


দগ্ধ স্মৃতির প্রেম সুধা ভাসে বাতাসে।


 অনল তুমি অনিলা আমি,

চির শান্তির ঠিকানাটা তাই,

তোমার মাঝে আমি খুঁজে পাই,

অনল তুমি আমার !তুমি আমার!

 আমি ভালোবেসে পুড়ে পুড়ে ছাই হতে চাই।


No comments: