তাপস কুমার বরের একটি কবিতা
অধিকার
জাতিতে জাতিতে কেন এতো দ্বন্দ্ব?
ওই দেখো মরছে কত অভুক্ত।
হিংস্র সাম্রাজ্যের উগ্রবাদে....
সাম্রাজ্য আজ বোবা অন্ধ।
শুধু অত্যাচারের রাজত্ব....
ওই কাঁদছে দেখো সত্যের গ্যালিলিও।
তুমি কি প্রতিবাদী হতে পারবে সেদিন?
যেদিন পরশুরামের কুঠারি হাতে তুলবে!
ওই অত্যাচারের ভূত সাম্রাজ্যে...
নিশুতি রাতের গহন অরণ্যে,
কত রক্তপিপাসুর লক-লকে জিভ আছে লুকিয়ে।
ওই অত্যাচারের কঙ্কাল গুলো আজ...
প্রতিবাদী হতে চায় ভবিষ্যতের স্মারকে,
ওই স্তূপীকৃত অন্ধকারে গুমড়ে গুমড়ে কাঁদে।
বিদ্রোহ!তুমি কি ঘুম পাড়ানি দেশে?
দেখো রাজপথে শুধু রক্ত হোলি,
ভাইয়ে-ভাইয়ে কেন এভাবে মরবে?
তোমার আমার চাহিদা শুধু....
একমুঠো সাদা ভাতে পেট ভরে।
জাগো বিদ্রোহ ঘরে ঘরে....
কত সত্যবাদী সেলুলার জেলে গুমড়ে মরে।
তোমরা কতদিন অত্যাচারের লুন্ঠন চালাবে?
একদিন সত্যের মুখোমুখি হতে হবে....
হয়তো সেদিন,
নবীন প্রজন্মে কত বিদ্রোহ তৈরি হবে।
তুলে নাও প্রতিবাদের ঝান্ডা হাতে....
প্রতিবাদের ভাষায় চলো হিমানীর পথ চিরে।
জাগো প্রতিবাদ ওই অত্যাচারের বিদ্রোহে,
একদিন বিজয় কেতন এভারেস্টের চূড়ায় উড়বে।
দেখো কত অত্যাচারী মিশরীয় মমি হয়ে আছে লুকিয়ে....
ওই মিশরীয় সভ্যতার ইতিহাসে।
একদিন মানবতার সাম্রাজ্য গড়বে,
হয়তো সেদিন....
নিজের নিজের অধিকারের মর্যাদা পাবে।
Comments