সুস্মেলী দত্তের দুটি কবিতা
বসন্ত
চকিতে মন ছোটে কী হবে এতো কাজ
ব্যস্ত নিশিভোর দাপুটে মন্তাজ
জীবনে ধক ধক সহ্য সন্তাপে
যে আছ বিনিময়ে আ মরি কার পাপে
দে খুলে হিল্লোল ব্যাপক বালি চোরা
ভাঙছে অর্গল অযুত আনকোরা
যাকিছু শেষ শুরু আজ তা তার্কিক
স্বপ্নে বেনোজলে হিসেবি সার্বিক।
_____________________________
যাপন তত্ত্ব
মুখ মরেছে সুখ বেঁচেছে পাথরসোনা বাটি
ঈশ্বরী কে দু'ঠোঁট জড়ো আদুরী শীতপাটি
আরাম ছুঁয়ে ঝগড়া করে সাতশালিখি ঝাঁক
সর্ষেদানা মটর ছোলা ঘৃণ্য ঝোড়ো কাক
রাজার বাড়ি প্রজার বাড়ি হতোস্মি হা দেশ
আয়রে ভোলা চড়চাপাটি সুদূরে জম্পেশ
রূপকথারা রইল বসে সূয্যি নামা পাটে
চাতকবারি পানসুপারি তেষ্টা বুকে ফাটে
শব্দহারা গোত্রহারা সে কোন বাড়ি ঘর
ঘাসবিছুটি বরাত পেল দুষ্টু বাজিগর।
Comments