Sunday, July 25, 2021

নৃপেন্দ্রনাথ মহন্তর একটি ছড়া

 সুফলা বৃষ্টি 


আজ দিনভর বর্ষণ ঝমঝম 

স্বাভাবিক।এ যে বৃষ্টির মরশুম। 

শহরে বাজারে লোক চলাচল কম

জলজদের শুধু উৎসবের ধুম।


পড়ন্ত বিকেলে ক্ষণিক অবসরে 

রোদ হয়েছিল সোনালি ডানার চিল

সে-ই বুঝি এঁকেছিল মেঘের শরীরে 

প্রেমিক রংধনুর উঁচু পাচিল। 


ভিজে যাওয়া প্রেম শুকোবার ছলে

উনুনের ধারে কাটছে যাদের দিন

তারা তো জানে আছে প্রতিটি আঁচলে 

খরা ও বন্যা সইবার ভ্যাক্সিন। 


গ্রামে গঞ্জে যুব ভেকদের ডাকে

জাগে কি জাগে না কিশোরী কণ্ঠে গান 

সুফলা বৃষ্টি যতদিন হতে থাকে

মাঠে মাঠে রোয় তুলাইপাঞ্জি ধান।

No comments: