সব্যসাচী মাহাতোর একটি কবিতা
বিরাম
জীবনটা লুড়োর ছক্কার মতো পাল্টাচ্ছে ,
কখনো ছক্কা আবার কখনো পুঁট।
আমার বেঁচে থাকার উপন্যাসে বিরাম চিহ্নের অভাব পড়ে গেছে ,
আমি উন্মাদ হয়ে গেছি 'কমা' আর 'প্রশ্ন চিহ্নের' জন্য
তাই আমার আর ফড়িং ফড়িং খেলা দেখা হয় না।
Comments