সব্যসাচী মাহাতোর একটি কবিতা

 বিরাম


জীবনটা লুড়োর ছক্কার মতো পাল্টাচ্ছে ,

কখনো ছক্কা আবার কখনো পুঁট।

আমার বেঁচে থাকার উপন্যাসে বিরাম চিহ্নের অভাব পড়ে গেছে ,

আমি উন্মাদ হয়ে গেছি 'কমা' আর 'প্রশ্ন চিহ্নের' জন্য

তাই আমার আর ফড়িং ফড়িং খেলা দেখা হয় না।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ