তৈমুর খানের দুটি কবিতা

 স্ফুলিঙ্গ 


কত যে স্ফুলিঙ্গ ছিল 

আলোর সংকেতে তারা উড়ত বহুদূর 

ঘুমপাখা ছেড়ে নতুন আকাশের দিকে 

নতুন নতুন বৃহৎ সমুদ্দুর 

কখনও কি ক্রোধের বিজ্ঞাপন হত? 

কখনও কি তাপদগ্ধ প্রোজ্জ্বল আগুন? 

সেসব কিছুই নয়, উড়ানের ওপারে উড়ান

নিয়ত বিস্তার শুধু কল্পনার প্রগলভ গান 

আজ যদিও কিছুটা ছাই 

উষ্ণ উচ্চারণের বিস্ময় 

আর উড়ানের ঘোর লেগে আছে 

তুমি এসে ছুঁয়ে দাও তাকে উপলব্ধির নতুন টংকারে ।

________________________


  দৃশ্যের ভেতর 


দৃশ্য বদলে যাচ্ছে 

আমরা সংকটের ঘরগেরস্থালি সাজাচ্ছি 

শূন্যতার আয়নায় মুখ দেখছি 

আমাদের উঠোন ঘিরে স্মৃতির গোলাপি হাত 

                                    ভেসে উঠছে বারবার 

ঘরের চৌকাঠে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে মা 

মায়াপ্রদীপ এখনও নেভেনি 

বাবা বাড়ি ফিরবে, ফিরবেই 

আবহমান সমস্ত বাবা-ই বাড়ি ফিরবে একদিন 

সামঞ্জস্যবিহীন দরজায় 

আমাদের চৈতন্যের হাওয়া বয়ে যাচ্ছে 

আশাগাছে ফুল আসতে শুরু করেছে

আর দৃশ্যের ভেতর লাল ঠোঁটওয়ালা পাখি

                               ডেকে উঠছে বারবার….

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র