কৌশিক বড়ালের একটি কবিতা
ধুলো
কত রাত ধরে জল জমে আসে
ধুলো পড়ে ছিল ঘরে
আমাদের তো তিনটেই সিট
চারজন চেপে চুপে...
সময় জানে এতো মাস ধরে
কীভাবে কেঁদেছে। চুপে।
হকারের ঘরে বহুদিন হলো
ইচ্ছেরা মারা গেছে।
চাকা চলো তবে ঘুরে আসা যাক
পথ হারিয়েছি কবেই...
যত ঝুল সব দখলে ছিল
মারা গেছে ভালোবেসে
Comments