চিত্তরঞ্জন সাহার দুটি ছড়া
মা আসছে এই বাংলায়
মা আসছে সে আশাতে অপেক্ষাতে থাকি,
মনের ভেতর সেই বাসনায় তোমায় মাগো ডাকি।
এসো এসো মাগো তুমি এই বাঙালির ঘরে,
তুমি আছো থাকবে তুমি আমাদের অন্তরে।
আসলে তুমি ঢাক ঢোলকের বাজনা শুধু বাজে,
ছোট বড় সবাই তখন নতুন করে সাজে।
অঞ্জলি দেয় মায়ের পায়ে কত্তো আশা করে,
বড় হবে সবাই মাগো বই পত্তর পড়ে।
যে কটা দিন থাকো মাগো বড্ড ভালো লাগে,
মনের ভেতর হই হুল্লোড় আনন্দের সুর জাগে।
দুঃখ ব্যথা সব ভুলে যায় তোমায় কাছে পেয়ে,
তাক কুর কুর ঢাকের তালে তাইতো নেচে গেয়ে।
কিন্তু মাগো বিদায় বেলা চোখ ছল ছল করে,
দুঃখটাকে তোমায় মাগো বুঝায় কেমন করে।
ভক্তগুলোর তুমি মাগো একটু ভালবেসো,
এই বাংলায় ঘরে ঘরে বারে বারে এসো।
_______________________
বৃষ্টি যখন নামে
আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি যখন নামে,
আস্তে জোরে বৃষ্টি নামে কখন বা থামে।
গুড়ুম গুড়ুম মেঘও ডাকে শিলা বৃষ্টি পড়ে,
এসব দেখে চুপি চুপি মনটা কেমন করে।
গাছগুলো সব বড্ড খুশি প্রানটা ফিরে পায়,
ব্যাঙও ডাকে খাল ও বিলে দৃষ্টি সেদিক যায়।
ফুলও ফোটে কদম গাছে সবুজ সবুজ ডালে,
বৃষ্টি পড়ে মিষ্টি সুরে ঝুমুর ঝুমুর তালে।
বৃষ্টি এলে একলা ঘরে মন বসে না পড়ায়,
বৃষ্টি এলে চারিদিকে বড্ড কাদা ছড়ায়।
বৃষ্টি এলে দুষ্টুরা সব বৃষ্টি জলে খেলে,
হার কি মানে এই ছেলেরা সঙ্গী সাথী পেলে।
বৃষ্টি এলে খিচুরী ভাত বড্ড মজা লাগে,
গল্প ছোটে দাদুর মুখে সবার আগে আগে।
বৃষ্টি এলে বন্দী সবাই কাজ থাকে না কারো,
বৃষ্টি ঝড়ুক সারাটা দিন ঝড়ুক জোরে আরো।
Comments