সব্যসাচী মাহাতোর দুটি কবিতা

 বিদ্রোহ 


তোমরা লাল পতাকা দেখিয়ে 

শাড়ির ফাঁকে স্তন দেখেছো,

নিস্তব্ধ তখন কলিং বেলের আওয়াজ টাও।

আমরা তখন সোশ্যাল মিডিয়াতে ব্যাস্ত ।

এতো জোরে বলবো যে তোমার কানের উইপোকা পর্যন্ত বেরিয়ে আসবে।

জরায়ুর মাদক টা তখন পুলিশের কলমের ডগায়,

তোমরা তখন প্রাচীন পৃথিবীর আধ্যাত্মিকতায় মগ্ন।


____________________________


জলন্ত চিতার সামনে জীবন্ত মানুষ

        

পুরোনো চেহারার চিতার আগুনে লাঠি মারা এখনো বিশাল নীল রঙের আগুন ধরিয়ে দিয়েছে। 

এক পায়ে পা দিয়ে কাঁটা গাছে উঠে গোলাপ নিতে চাইছিলাম।

 আমি সহ্য করতে পারিনা ওই কাঁটা ফুটার যন্ত্রণা, সহ্য করতে পারিনা এক এক অজানা অভিনয়। 

সমুদ্রের তলা থেকে লাফ দিয়ে উপরে উঠলাম, কিন্তু দেখি সূর্য এখনো আলো ছড়াই নি, দেখলাম শুধু মানুষ নিজেদের কাঠ কয়লা করে চিতার সামনে দাঁড়িয়ে আছে।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র