Sunday, July 25, 2021

সর্বাণী ঘড়াই এর দুটি কবিতা

   ছন্দ পতন 

            

চলো ফিরি কবিতার ভিড়ে 

             যেটুকু বাকি আছে অতৃপ্ত প্রেম 

  পুর্ণ করুক অক্ষর আর শব্দ মিলে-


হৃদয় চিহ্নে কালবৈশাখি 

                এসেছিল কাক ভোরে 

ভেজা পাতায় সোঁদা গন্ধরা 

স্মৃতির স্বপ্নে ঘোরে।


তুমি চেয়েছিলে মেঘ•••

              আমি ভাবিনি বৃষ্টি হব


বজ্র এঁকেছি তোমার শরীর জুড়ে

             প্রেম অনুভূতি শব্দ ছন্দ পোড়ে ।


এসো কবিতায় খুঁজি যৌবন বারবেলা 

            আর অক্ষর খোঁজে সুখ দুঃখ খেলা


বার্ধক্যের খাতায় জমেছে আয়ু

           কবিতাই প্রেম প্রাণ শক্তি বায়ু •••••


_______________________________________


 সন্ধিক্ষণ


আমি যখন অষ্টাদশী-

বনসাই এর মতো বলিষ্ঠ শেকড়

ফুল-ফল নিয়ে ঘর কন্নায় মত্ত এক পুর্ন বয়স্কা নারী

প্রকান্ড এক টবে লাগান গাছ আমি-

 মৌমাছি প্রজাপতিদের আনাগোনা আছে সেখানে


গুঞ্জন আর রামধনুচ্ছ্টা এসে ছুঁয়ে যায় মন


যৌবনেরা যুবতী শরীর ছুঁয়ে 

পেতে চায় ওম


এখন সকাল গড়িয়ে বিকেলে মিশেছে


বয়স সন্ধিক্ষণে এসে কোঁকড়ানো চামড়া বলিরেখা আঁকা মুখ ভাঙা দাঁতের ফোকলা হাসি নিয়ে যখন জীবন মানচিত্রে ছানিপড়া দৃষ্টি ফেলি-

তখন মনে হয় এখনো বনসাই আছি

শেকড় ছড়িয়েছে মাটির গভীরে বলিষ্ঠ হয়েছে আরো-

এখন আর মৌমাছী নয় কাকেরা ডানা ঝাপটায় বনসাইর আকাশে।

No comments: