Sunday, July 18, 2021

মায়া বিদের একটি কবিতা

 আমি তোদের বড্ড ভালোবাসি


ওরে নিত্যদিনের প্রহরগোণা,

ভোরের বেলার ঘুম ভাঙানোর

      রাত জাগা তুই পাখি।

সাত - সকালে কিচির-মিচির

সুরেলা গানের আবেশটুকু

    যত্নে কানের ভিতরে রাখি।

ওরে "পরোপকারী আমি তোদের বড্ড ভালোবাসি।


রঙিন - সাদা টাটকা ভোরের

সদ্য ফোঁটা কুসুম কলি

গন্ধে - বর্ণে রূপেতে অনন্য।

সমাদরে, ভালোবেসে তোরা নিঃস্ব

যেন সেই দাতা কর্ণ,

সর্বত্র পূজিত, নোস অতি নগণ্য।

ঐ আকুলকরা গন্ধটারে আমি বড্ড ভালোবাসি।।


অরুণ সদ্য আঁখি খুলে

স্নিগ্ধ আলোর পরশ দিয়ে

সুড়সুড়ি দেয় আমার গালে।

নতুন দিনের কর শুরু

ঘুমায়ে রহিয়ো না পড়ে,

তালটি মেলাও ঘড়ির তালে।

এই মাতৃসম আহ্বানটারে "আমি বড্ড ভালোবাসি।


নিঝুম রাতে ঝিঁঝিঁর ডাকে

সোঁদা মাটির গন্ধ নাকে,

গাঁয়ের কথা পড়ে মনে।

জ্যোৎস্না রাতে চাঁদের আলো

মমতা মাখানো পরশ ঢালো

হরষ জাগাও নিত্য প্রাণে।

ওরে" রাত্রি" আমি তোমায় বড্ড ভালোবাসি।

No comments: