শ্যামল রায়ের দুটি কবিতা
ইচ্ছে করে রোজ
ইচ্ছে করে রোজ ঘাসের উপর
তোমার ছড়ানো আঁচলে
আকাশী রং হয়ে উঠি
ভালোবাসার গল্প কবিতায়।
কথা বলতে বলতে নতুন শব্দ
সাদা পৃষ্ঠা জুড়ে হিজিবিজি করি
রং তুলিতে আঁকি তোমার ব্যস্ততা।
তুমি আর ব্যস্ততা দেখিয়ো না
সারাদিন ভাবতে ভাবতে নিঃশ্বাস ফেলি
গেয়ে উঠি নানান কথায় শুধু গান।
তুমি মনের মধ্যে দুচোখ জুড়ে আছো
তাই অন্য কিছু ভাবতে পারিনা
শুধুই ভাবি তোমার কথা তোমাকে নিয়ে
রোজ ভাবি প্রতিটি মুহূর্তে।
অবিকল একটা সকাল বেলার মতো
তুমি থেকো আমার হৃদয় জুড়ে
শুধুই বেঁচে রাখতে আমাকে
শুধুই কবিতার পংক্তি জুড়ে
বাঁচিয়ে রাখতে শুধুই আমাকে।
____________________
আমি আর ঘুমোতে পারছিনা
ভালোবাসার ব্যাকরণ খুঁজে যাচ্ছি রোজ
দুহাতে ধানের শীষ ছুঁয়ে দেখতে।
যার সাথে নিয়মিত কথা হতো
সে আজ অন্য মুখ হৃদয়ে জুড়েছে
তাই,চেনা চালচিত্র বৃষ্টির ফোঁটার মতো
টপটপ করে ঝরে পড়ছে।
স্বপ্নসুখ উঠে যাচ্ছে রোজ
তাই হাজারো প্রশ্ন?
নুন আনতে পান্তা ফুরোনোর মতো
আমাদের ভালোবাসাটা----
ছিড়ে যাওয়া পোস্টার হয়ে যাচ্ছে
চারিদিক ছড়ানো দেওয়ালে দেওয়ালে।
আমি ঘুমোতে পারছিনা
শুধুই ভালোবাসার ব্যাকরণ এর মানে
খুঁজতে গিয়ে---?
Comments