Sunday, July 18, 2021

মোঃ নাঈম হাসানের একটি কবিতা

 দাদিমা


দাদিমা এক বিষ্ময়কর সম্পর্কের নাম।

যার তুললো শুধু মাত্র তিনিই...

 বিশ্বজগতের এক অনন্য নিদর্শন হচ্ছে দাদিমা...! 

যার কথা গুলো যেনো প্রতিটি রুপ কথা স্বপ্নের মতো.. 

যেনো এক অন্য জগতের এক ভিন্ন মানব হচ্ছেন তিনি...!


কথায় কথায় যেনো অশ্রু বির্ষজন তার নিত্য সঙ্গী 

গল্প গুলো যেনে ইতিহাস সৃষ্টির এক অনন্য নিদর্শন....!


হ্যাঁ তিনিই এক মাত্র ব্যক্তি যে কিনা 

কান্না টাকেও হাসির আরালে লুকিয়ে 

সবাইকে আনন্দ দানে প্রস্তুত থাকে.....!! 

ছেলে-সন্তান,নাতি-নাতনীদের সঙ্গ পাওয়ার এক প্রবল আক তার


সারাদিন একাকিত্ব বোধ তার কাছে অতিব তুচ্ছ 

সামান্য পরিমানে দুটি কথায়...!

তাকে অবহেলা নয় দিন শেষে একটু সময় দাও

তাতেই তিনি সুখি....!!!.


হ্যাঁ।হারিয়ে ফেলবে যখন বৃক্ষ নামক ঐই ছায়া টাকে

তখন বুঝবে কি হারালে জগৎ সংসার 

প্রিয় বন্ধু দাদিমা কে...!!

No comments: